ফিলিস্তান এবং ইসরাইলের যুদ্ধবিরতির সিদ্ধান্ত


ফিলিস্তান এবং ইসরাইলের  যুদ্ধবিরতির সিদ্ধান্ত 

ফিলিস্তানে যে যুদ্ধের নামে অত্যাচার চলছিলো তা বিরতির সিদ্ধান্ত। বৃহস্পতিবার রাত দুটো থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে যানা যাই। এবং এ  সিদ্ধান্ত দুই পক্ষই মেনে নিয়েছে বলে জানানো হয়েছে। ইসরাইল যেন ফিলিস্তানের ইসলামকে শেষ করে দিতে চেয়েছিলো। শেষ করে দিতে চেয়েছিলো আমাদাদের সেই আল আকশা মসজিদকে। কিন্তু ইসলাম রক্ষার দায়িত্ব যে মহান আল্লাহর। মহান আল্লাহর দিন  আল্লাহই রক্ষা করবে।

শেষ মেষ অবশেষে আশার আলো মিলল ফিলিন্তানে। হামস যেন মাথা নত করেছে। মেনে নিতে চেয়েছে যুদ্ধ বিরতি। তার সাথে সাথে ইসরাইলের প্রশাসনও মেনে নিয়েছে এই সিদ্ধান্ত। নেতানিয়াহু এবং হামাসের কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন। এটি শুনে সবাই খুসি। কিছু কিছু বিশ্বের নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও  এই যুদ্ধবিরতি কতদিন থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মনে। 

বুধবারে নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি হবে না চলবে। হামাসকে উচিত শিক্ষা দিয়ে তবেই ইসরায়েল আক্রমণ বন্ধ করবে এই কথা সাফ জানিয়ে দেন।  কিন্তু ওই দিনই নেতানিয়াহু মার্কিন প্রেশিযেন্ট এর সাথে টেলিফোনে আলোচনা করে যুদ্ধ বিরতি নিয়ে। এর পরেই  জার্মান এর পররাষ্ট্রমন্ত্রী এবং ফিলিস্তিনে সফর করেন। মিশর মধ্যস্থতা করে। এর পরেই নেতানিয়াহুর যুদ্ধবিরতির কথা ঘোষণা করে এবং জানাই দুই পক্ষই এই যুদ্ধ বিরতির সিদ্ধান্ত মেনে নেই। 

যুদ্ধ বিরতির কথা বলা হলেও প্রথমে ইসরায়েল সময় নিয়ে কিছু জানাই নি। ইসরাইল প্রথমে হামসে আক্রন বন্ধ করতে বলেছিলো। পরে যখন এই যুদ্ধ বিরতি দেওয়যা হয় তখু হামস ফিলিস্তান এর জয় আসা করেছিলো। জানানো হয়েছে হামস এর অনেক ক্ষতি করেছে। যদিও যুদ্ধ বিরতির ঘোষনা রাত দুটোই হয়েছে কিন্তু রাত দুটোর আগেও হামস ইসরাইলের উপর রকেট ছাড়ে এবয় ইসরাইলেও পাল্টা রেকেট ছারে বলে জানানো হয়েছে। 

যুদ্ধ বিরতি হয়েছে। তবে সেটা মুখে। কেননা এই যুদ্ধ একেবারেই শেষ হয়ে যাই নি। আবার কখন শুরু হয় এ কথা বা কেই জানে। কতদিন যুদ্ধ বিরতি থাকবে এই নিয়ে ইতিমধ্যে অনেক কথা উঠেছে। তবে অনেকই চাই এই যুদ্ধ একেবারেই শেষ হক। এমনকি বিশ্ব নেতারাও এই যুদ্ধের শেষ চাই বলে জানানো হয়েছে। এখন ফিলিস্তানের জন্য আমাদের দুয়া করা ছাড়া আর কিছুই নেই।

একদল জিতবে এক দল হরবে এটাই যুদ্ধের নিয়ম। কিন্তু মহান আল্লাহ বলেন একদলের কখনো পরাজয় নয় তারা জিতবেই। আর তারা হলো প্রকৃত মুমিন। হাজারো সমস্যা তাদের কাছে সমস্যা নয় এগুলা তাদের কাছে পরিক্ষা সরূপ। দিন শেষে তাদের বিজয় বিজয় আসবেই ইনশাল্লাহ। আমরা সকলেই ফিলিস্তান এর জন্য দুয়া করি। আমিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ